আরবাজ খান পুলিশের কাছে স্বীকার করেছেন যে, আইপিএলে বেটিং করেছেন তিনি। এমন কী সদ্য শেষ হওয়া আইপিএল(ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সিরিজেও তিনি প্রায় ২.৮ কোটি টাকা জুয়ায় হেরেছেন। ভারতের থানে পুলিশের সামনে তিনি যে বয়ান দিয়েছেন, তা থেকে বেশ কিছু প্রসঙ্গ সামনে এসেছে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।
৬ বছর ধরে বেটিং করছেন আরবাজ। আইপিএলে জুয়া খেলার নেশা হয়ে গেছে তার। এতে টাকাও খুইয়েছেন প্রচুর। পুলিশের কাছে তিনি এ কথাও স্বীকার করেছেন, তার পরিবার বারবার তাকে বেটিং করতে নিষেধ করেছিল।