এবার আইপিএলের যে ক্রিকেটারে পাগল হলেন সাইফকন্যা সারা

এবার আইপিএলের যে ক্রিকেটারে পাগল হলেন সাইফকন্যা সারা। আইপিএল কাঁপিয়েছেন তরুণ প্রতিভা। তার দাপটে বোলারদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। এমন ক্রিকেটাকে মনে ধরেছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের।

সদ্যসমাপ্ত আইপিএলে দারুণ ফর্মে ছিলেন ঋষভ পন্থ। ‘বল দেখ আর মার’ এই ছিল তার নীতি। আর আইপিএলে রান তুলেই ঋষভ পন্থ নজর কেড়ে নিয়েছেন সারার।

সারা আলি খানের বলিউডে আত্মপ্রকাশ ঘটতে চলেছে এই বছরই। মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি ‘কেদারনাথ’।

এদিকে ভারতীয় ক্রিকেটে নবাগত পন্থ এবারের আইপিএলে ১৪টি ম্যাচ থেকে সংগ্রহ করেছেন ৬৮৪ রান। তার গড় ৫২ দশমিক ৬২। স্ট্রাইক রেট ১৭৩ দশমিক ৬০।

এর আগে শাহুরুখ খান কন্যা-সুহানাও আরেক ক্রিকেটারে মজেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। শাহরুখ খান-কন্যা সুহানার পছন্দ কেকেআর তারকা। ম্যাচের শেষে সেই তারকা ক্রিকেটারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে সুহানাকে। তারপরেই শুরু হয়েছে জল্পনা।