‘বাবা-কন্যার অডিও আমাকে সারারাত ঘুমাতে দেয়নি’

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গত বৃহস্পতিবার একরামের স্ত্রী সংবাদ সম্মেলনে একটি অডিও প্রকাশ করেন। তার দাবি ওই অডিও একরাম নিহত হওয়ার রাতে রেকর্ড করা। ওই অডিও নিয়ে সরকারের বিভিন্ন মহলসহ প্রতিক্রিয়া এসেছে দেশের বিভিন্ন বিশিষ্টজনের কাছ থেকেও। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজের ফেসবুক অ্যাকাউন্টে অডিওটি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লেখেন, ‘বাবা কন্যার অডিও আমাকে সারারাত ঘুমাতে দেয়নি। কাঠগড়ায় র‌্যাব, সত্য মিথ্যা যাচাই হয়তো পরে হবে। শারীরিকভাবে একরাম নাই হয়ে গেছে সপ্তাহখানেক। অভিযোগ ছিল মাদক ব্যবসার। কিন্তু এই একরামকে সামাজিকভাবে নাই করা হয়েছে আরও পাঁচ বছর আগে। তাকে মাদক সম্রাট বানিয়েছিলো আমাদের মিডিয়া। দিনের পর দিন রিপোর্ট বানানো হয়েছে একরামকে নিয়ে। সামাজিকভাবে তাকে মারা হয়েছে অনেক আগেই। একরামের অপরাধ ছিল একটাই, সে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিল।

তিনি আরও লেখেন, এই প্রক্রিয়া এখনো চলছে। শুধু রাজনৈতিক কারণে অনেককে বানানো হচ্ছে মাদক সম্রাট, তথ্য প্রমাণ ছাড়া সামাজিকভাবে মেরে ফেলা হচ্ছে অনেককেই। মিডিয়ার এই অসুস্থ প্রক্রিয়া বন্ধ হোক….. তাহলে আমাদের অনেকের কান্নারও অবসান ঘটবে।

প্রসঙ্গত, গত ২৯ মে দিনগত রাত একটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর একরামুল হক।