ড্রেনে মিলল সদ্যজাত শিশু

কুড়িগ্রাম জেলা শহরের হাসপাতাল পাড়া এলাকার রাস্তার পাশের ড্রেন থেকে এক সদ্যজাত ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানান, কে বা কারা সদ্যজাত শিশুটির লাশ রাতের অন্ধকারে ড্রেনে ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি। শিশুটি যে সদ্যজাত তার প্রমাণ হিসেবে কাটা নাভিতে ক্লিপ লাগানো রয়েছে।

এ প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে জেনারেল হাসপাতালের দূরত্ব ১০০ মিটারের মতো। এর আশেপাশে অনেকগুলো প্রাইভেট ক্লিনিক রয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।