আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করবে ৫ জুন । ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য এজিএমের আয়োজন করা হবে।
৫ জুন সকাল ১০টায় রাজধানীর কাওরান বাজারে অবস্থিত টিসিবি ভবন মিলনায়তনে এজিএমটি অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ছিল ২৫ এপ্রিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় ২০১৭ হিসাব বছরের জন্যও কোনো লভ্যাংশ সুপারিশ করেনি আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ। গেল বছর ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা, আগের বছর যা ছিল ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট দায় (ঋণাত্মক এনএভিপিএস) দাঁড়ায় ১৫ টাকা ৭২ পয়সায়।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি ১৩ পয়সা লোকসান দেখিয়েছে ব্যাংকটি। যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা। ৩১ মার্চ এর ঋণাত্মক এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৮৫ পয়সায়।
লোকসানের কারণে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংক। সে বছর কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। লোকসানের কারণে ২০১৫ হিসাব বছরেও কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই লোকসানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক।