সুন্দরবনের কুমির প্রজনন কেন্দ্রে মা হতে যাচ্ছে জুলিয়েট

সুন্দরবনের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র করমজলে আবারও ডিম পেড়েছে মা কুমির জুলিয়েট। চলতি মাসের মাঝামাঝিতে এ মা কুমিরটি অর্ধশত ডিম পাড়ে। নোনা পানির এই কুমিরটি এ নিয়ে ১২ বার ডিম দিল করমজল কুমির প্রজনন কেন্দ্রে।

প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, গত ১৬ মে জুলিয়েট ৫০টি ডিম পেড়েছে। বর্তমানে ডিমগুলো কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সঠিক তাপ ও আর্দ্রতা, পর্যাপ্ত অক্সিজেন ও আলোর ব্যবস্থা, পানি প্রবেশ করতে পারে না এমন পরিবেশে) রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী ডিম পাড়ার ৮৮ থেকে ৯০ দিনের মধ্যে বাচ্চা বের হবে।

তিনি আরো জানান, গতবার জুলিয়েট ৪৩টি ডিম দিলেও একটি থেকেও বাচ্চা বের হয়নি। সবগুলো নষ্ট হয়ে গেছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এবার করমজলের কুমির প্রজননের খাঁচায় জুলিয়েট পরিবারে আসবে নতুন অতিথি।