নিজের থেকে বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম করেছেন প্রিয়ম!

নেট দুনিয়ায় সম্প্রতি সাড়া ফেলে দিয়েছে প্রিয়ম চক্রবর্তী ও অভিনেতা অংশু বচ-এর কিছু ছবি। কোথাও প্রিয়ম বসেছেন অংশুর কোলে তো কোথাও দু’জনে ঘন হয়ে দাঁড়িয়ে রয়েছেন ছাতা হাতে। বাংলা টেলিভিশনের দর্শক প্রিয়মকে দেখছেন বহু বছর ধরে। অংশু টেলিপর্দায় এই মুহূর্তে খুব বেশি কাজ করছেন না বটে কিন্তু ওয়েবে তিনি বেশ সাড়া ফেলেছেন গত দু’বছরে। একাধিক শর্ট ফিল্মের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে অংশুর আর একটি পরিচয় রয়েছে। এক সময়ে শিশু অভিনেতা হিসেবে বাংলা ছবিতে কাজ করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ‘বন্ধন’।

বলা বাহুল্য, অংশুর থেকে বয়সে বেশ কিছুটা বড় প্রিয়ম চক্রবর্তী। আড্ডাটাইমস-এর নতুন ওয়েবসিরিজ ‘মনসুন মেলোডিজ’-এ সেটাই ইউএসপি। অর্থাৎ গল্পের নায়িকা নায়কের চেয়ে বয়সে বড়। তাদের প্রেম, লিভ-ইন ঘিরে ঘনিয়ে উঠবে গল্প। এই সূত্র ধরেই প্রিয়মের কাছে প্রশ্ন ছিল যে বাস্তব জীবনে কি তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে? অর্থাৎ তিনি কি কখনও তাঁর থেকে বয়সে ছোট কারও প্রেমে পড়েছেন?

প্রশ্নটা শুনেই প্রিয়ম জানালেন, ‘‘হ্যাঁ পড়েছি তো। শুভজিৎ তো আমার থেকে বয়সে ছোট।’’ অভিনেতা শুভজিৎ কর ও প্রিয়ম চক্রবর্তীর এনগেজমেন্টের কথা মোটামুটি বাংলা টেলিভিশনের দর্শকদের জানা কিন্তু শুভজিৎ যে প্রিয়মের চেয়ে বয়সে ছোট, সেটা কিন্তু একটি অজানা তথ্য অনেকের কাছেই, ‘‘ওয়েবসিরিজে যেমন আমি বয়সে ছোট ছেলের প্রেমে পড়ব, নিজের জীবনেও কিন্তু সেটাই হয়েছে। বয়সে ছোট ছেলের সঙ্গে লিভ-ইনও করেছি। কিন্তু ওয়েবসিরিজের চরিত্রটার সঙ্গে ব্যক্তি প্রিয়মের কোনও মিল নেই। ওই চরিত্রটা খুব ভেবেচিন্তে কাজ করে। মানে প্রেম করব কি করব না। এই রকম। আমি শুভজিতের প্রেমে পড়ার সময়ে অত কিছু ভাবিনি।’’

কিন্তু পর্দায় হোক বা পর্দার বাইরে, বাচ্চা ছেলেদের সঙ্গে প্রেম করলে মেয়েরা কি ডমিনেট করে? প্রিয়মের বক্তব্য, ওয়েবসিরিজের গল্পে তেমনটা রয়েছে ঠিকই কিন্তু তাঁর নিজের জীবনে বরং উল্টোটাই ঘটেছে। ‘‘আসলে মেয়েরা একটু চায় যে সব কিছু নিজের মতো করে করতে, তারা যা বলবে সেটাই হবে। প্রেমিক বয়সে ছোট হলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়। আর তাছাড়া আমরা প্রত্যেকেই তো চাই নিজের মধ্যে যে বাচ্চাটা রয়েছে তাকে বাঁচিয়ে রাখতে, তো বয়সে ছোট কারও সঙ্গে প্রেম করলে সেই ব্য়াপারটা থাকে’’, জানালেন প্রিয়ম, ‘‘আমাদের এই ওয়েবসিরিজের গল্পটা ভীষণ রোম্যান্টিক। এখানে আমার আর অংশুর ট্র্য়াকের প্যারালাল আরও একটি ট্র্যাক থাকবে। কৌশিক সেন ও দোলা চক্রবর্তীর। মানে দুটো আলাদা প্রজন্মের প্রেম। আমি বলতে পারি, অনেকেরই চোখে জল আসবে।’’

গতকাল, ১ জুন মুক্তি পেয়েছে এই সিরিজের টিজার। আর কিছুদিনের মধ্যেই আড্ডাটাইমস-এ নতুন এই ওয়েবসিরিজের স্ট্রিমিং শুরু হয়ে যাবে।

খবর: এবেলা