বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে রাজকুমার হিরানি নির্মাণ করেছেন ‘সাঞ্জু’ সিনেমা। ‘ওয়ান ম্যান……ম্যানি লাইভস’ শিরোনামে এই সিনেমায় সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সাঞ্জু’ সিনেমার ট্রেইলার। রণবীর কাপুরকে দেখা যায় সম্পূর্ন ভিন্নভাবে। হাঁটার ধরণ থেকে শুরু করে দৈহিক গঠন- সবকিছুতেই মিলে যায় সঞ্জয়ের সাথে। সঞ্জয়ের চরিত্রে রণবীরকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন তারা। কিন্তু মুক্তির আগে ভারতীয় সেন্সর বোর্ডে বাধার মুখে পড়তে পারে সিনেমাটি।
এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, “আমার মনে হয় না ট্রেইলারের মতো করে সিনেমাটি মুক্তি পাবে। অন্তত ‘ইউ’ অথবা ‘ইউএ’ সনদ নিয়ে নয়। ট্রেইলারে রণবীর মাদক, মদ ও তিনি কতজন নারীর সঙ্গে রাত কাটিয়েছেন এগুলো নিয়ে কথা বলেছেন। একটি দৃশ্যে মঙ্গলসূত্রকে অমর্যাদা করা হয়েছে।”
তিনি আরো বলেন, ‘এছাড়া ট্রেইলারে স্পষ্টভাবে বোঝানো হয়েছে সঞ্জয় নির্দোষ, যা আদালতের রায়ের পরিপন্থী। তার ইমেজ ঠিক করার জন্য এ বিষয়টি অনেকের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে কতটুকু ছাড় দেয়া যায় আমরা সেটির চেষ্টা করব।’
ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সাঞ্জু সিনেমাটির প্রযোজনায় আছেন বিধু বিনোদ চোপড়া। রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে দেখা যাবে। আগামী ২৯ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।