সিনেমা-নাটকে নিয়মিত দেখা গেলেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না নুসরাত ইমরোজ তিশাকে। এবার হাজির হলেন ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’ শিরোনামের ছবিতে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন আফজাল হোসেন মুন্না। সম্প্রতি এর দৃশ্যায়নও শেষ হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে।
ইতোমধ্যে অনলাইনে প্রকাশ হয়েছে একটি পোস্টার। ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’ এর পোস্টারে হাজির হয়েছেন রহস্যময় তিশা। যা দর্শকদের মধ্যে কৌতুহল জাগিয়েছে বেশ। এ নিয়ে কথাও হচ্ছে। দেশে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হন নির্মাতা মুন্না। এতে ওঠে এসেছে নারী অধিকারের ভিন্ন ভিন্ন দিক।
‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’-এ আরো অভিনয় করেছেন তামিম মৃধা, জেরি, ইমরান নূর, আবু, বিশাল বশির, পাভেল জামান প্রমূখ। জানা গেছে, শিগগিরই কোনো অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’।
এদিকে, বর্তমানে ঈদুল ফিতরের একাধিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি শেষ করলেন তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’। মুক্তির মিছিলে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ও তাহের শিপনের ‘হলুদবনি’।