পর্দায় আবারো জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর। বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের ছবিতে দেখা যাবে এ জুটিকে। চলতি বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সিনেমাটিতে নারী চরিত্রের জন্য কারিনাকেই উপযুক্ত মনে হয়েছে করণের। অন্যদিকে নায়কের চরিত্রে মিলে যায় অক্ষয়ের নাম। তাই আবারো দুজনকে জুটি হিসেবে পর্দায় হাজির করছেন করণ।
সূত্রে আরো জানা যায়, কারিনার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রাকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু পর্দায় অক্ষয়-কারিনা জুটির জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। অক্ষয়-কারিনা ছাড়াও এ সিনেমায় আরো একটি জুটিকে দেখা যাবে। সিনেমাটিতে অভিনয় করার কথা অাছে শ্রীদেবী কন্যা জানভি কাপুরেরও।
গতকাল মুক্তি পেয়েছে কারিনা কাপুরের নতুন সিনেমা ‘বীরে ডি ওয়েডিং’। মা হওয়ার পর এটিই তার প্রথম সিনেমা। এতে এ অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে। কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সোনম কাপুর, স্বারা ভাস্কর, শিখা তালসানিয়া প্রমুখ। এটি পরিচালনা করেছেন শশাংক ঘোষ।
উল্লেখ্য, এতরাজ, তাশান, কমবখত ইশক, গাব্বার ইজ ব্যাকের মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন অক্ষয়-কারিনা।