জন্মদিনে ‍‍‘দেবী‍‍’র মুক্তির তারিখ জানালেন মিসির আলী

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ও সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘দেবী’। এটি প্রযোজনা করছেন জয়া আহসান। চলচ্চিত্রে অভিনয়ও করছেন তিনি। ছবিটিতে হুমায়ূন আহমেদের চরিত্র মিসির আলীর ভূমিকায় হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী। জন্মদিনে ভক্তদের জানালেন তার আসন্ন চলচ্চিত্রটির মুক্তির তারিখ।

শুক্রবার নিজের জন্মদিনে এক ভিডিও বার্তায় চঞ্চল বলেন, শিল্প এমনি এমনি বাঁচে না। শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। আর দর্শক যে কোনো শিল্পের পৃষ্ঠপোষক। আশা করা যায় সব শ্রেণির দর্শক দলে দলে ৭ সেপ্টেম্বর থেকে ‘দেবী’ দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।

জয়া বলেন, দেবী এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণেই ‘দেবী’ মুক্তি নিয়ে আমরা কোনো তাড়াহুড়ো করতে চাই না। সব কিছু ঠিক থাকলে কোরবানির ঈদের ঠিক পরপরই ‘দেবী’ মুক্তি পাবে। আশা করছি, আমার প্রিয় ভক্ত-দর্শকরা ‘দেবী’র সঙ্গে থাকবেন।

‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।