সুজয় ঘোষের পরের থ্রিলার ছবিতে অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নু রয়েছেন। এ সংবাদটি পুরনো। কিন্তু সুজয় ছবি মুক্তি আগ পর্যন্ত সব খুঁটিনাটি বিষয় চেপে রাখতে চান। তবে এবার বোধহয় তার শেষরক্ষা হল না।
ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে জোর খবর, অমিতাভ এই ছবিতে একজন ইনভেস্টিগেটিভ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘বদলা’। শুটিং শুরু হবে লন্ডনে। তাপসীর ভূমিকা সম্পর্কে অবশ্য এখনো কিছু জানা যায়নি।
ছবিটি একটি স্প্যানিশ ব্লকবাস্টার থেকে অনুপ্রাণিত। নাম ‘কনত্রাতিয়েম্পো’। ইংরেজিতে এই ছবিটি মুক্তি পায় ‘দি ইনভিজ়িবল গেস্ট’ নামে। যারা মূল ছবি দেখেছেন, তারা ইতিমধ্যেই ছবির সাসপেন্স কোন জায়গায়, সেটা জানেন। সেই কারণে ছবির চিত্রনাট্য খানিকটা বদলেছেন সুজয়।
মূল ছবিতে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তার প্রেমিকাকে খুন করার জন্য। সে-ই আসল খুনি কি না, সে বিষয় নিয়ে ছবিটি এগিয়ে চলছে। সুজয়ের ছবিতে অমিতাভের চরিত্রটিই খুনের রহস্যের কিনারা করবে বলে শোনা যাচ্ছে।