বাংলা গানের কালজয়ী সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন ছিলো শুক্রবার। গতকাল থেকেই স্যোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সহশিল্পী ও ভক্তরা। সংগীতশিল্পী আসিফপত্নী তাদের একজন।
বেগম সালম আসিফ কুমার বিশ্বজিৎকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবার ই কোনো না কোনো তারকাকে পছন্দ করে তাদের ভক্ত হয়ে তাদের জীবন যাপন, কর্ম-কান্ড কে নিজের জীবনের আদর্শ মেনে চলতে শুরু করে। ২০০১ সালের জানুয়ারি ফ্রেব্রুয়ারী থেকে যখন থেকে আসিফ আকবর যখন তারকা জগতে যুক্ত হন তার আগে থেকেই শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদা’র ভক্ত আমি।
স্কুল এ পড়ার সময় বন্ধুরা মিলে টিফিনের টাকা জমিয়ে ক্যাসেট কেনা হত নিজের আনন্দের জন্য। দিন ভাগ করে গান শুনতাম আমরা। আজ আমি কাল সে পরশু আরেক জন। আগের সময়গুলোই ভালো ছিল বিশ্ব’দা আপনার জন্মদিনে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন দাদা ভালো থাকুন সুস্থ্য থাকুন সব সময়।