বলিউডে ভাইজান হিসেবে সবার কাছে পরিচিত মুখ সালমান খান। সেই সালমান খানকে প্রকাশ্যে মারধোর করলে ২ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়ার নয়া সংস্থা হিন্দু হাই এজ-এর আগ্রার ইউনিট চিফ গোবিন্দ পরাশর।
সূত্রের খবর, সালমানের নিজস্ব প্রোডাকশন হাউসের লাভরাত্রি ছবিকে ঘিরেই এই সমস্যা। হিন্দুদের উৎসব নবরাত্রিতে এই ছবির মুক্তি হতে পারে বলে খবর রয়েছে। ছবির নামকরণ লাভরাত্রি হওয়ায় তা নবরাত্রিকে, অর্থাৎ হিন্দু ভাবাবেগে আঘাত করেছে।
গোবিন্দ পরাশর এবং সংস্থার অন্যান্যরা গত বৃহস্পতিবার ভগবান টকিজের সামনে হাজির হয়ে সালমানের ছবির পোস্টার পুড়িয়ে দেন। সেই সঙ্গে সালমান এবং তার লাভরাত্রি ছবির বিরুদ্ধে স্লোগানও তোলেন।
গোবিন্দ পরাশর বলেন, সালমানের এই ছবি একটি পবিত্র উৎসবকে বিকৃত করছে, যা লাখ লাখ হিন্দুর মনে আঘাত দিয়েছে। এর তীব্র নিন্দা করে ছবিটি নিষিদ্ধ করার পক্ষে বলেন তিনি এবং কোনোমতেই ছবির প্রদর্শন যে হতে দেবেন না তাও সাফ জানিয়ে দেন।
তিনি আরও বলেন, সেন্সর বোর্ডের এই ছবিকে ছাড়পত্র দেয়া উচিৎ নয়। যদি ছাড়পত্র পেয়েও যায় তাহলে তা হিন্দু হাই এজের বিক্ষোভকে আমন্ত্রণ জানাবে।