বিশ্বজিৎ-এর গানে আলভিরা

অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী কুমার বিশ্বজিৎ। ঈদকে কেন্দ্র করে এই শিল্পীর ‘আমি যেন তোমার কেউ হই’ শিরোনামে গান ও মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে।সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজধানীর টিকাটুলিতে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলভিরা ইমু। তার বিপরীতে আছেন নায়ক আমান রেজা।কুমার বিশ্বজিৎ-এর গানের মডেল হওয়া প্রসঙ্গে আলভিরা ইমু বলেন, ‘দাদা (কুমার বিশ্বজিৎ) এদেশের জনপ্রিয় একজন শিল্পী। আমি নিজেও তার গানের ভক্ত। এমন একজন গুণী মানুষের গানে মডেল হতে পেরে দারুণ লাগছে। পরিচালক সৈকত নাসির ভাইয়ের নির্দেশনায় কাজটি ভালোই হয়েছে। আশা করছি দর্শকদের মিউজিক ভিডিওটি পছন্দ হবে।’
মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু আলভিরা ইমুর। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে ‘গোপন সংকেত’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন। হাতে আছে আরও নতুন দুটি ছবির কাজ। ইমু চান একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে।