সানির সঙ্গে লাঞ্চের সুযোগ, চলছে নিলাম!

একসময় শুধুই পর্নস্টার হিসাবেই পরিচিত ছিলেন সানি। তবে বলিউডে পা রাখার পর এখন তিনি উপমহাদেশে শীর্ষ জনপ্রিয় ও আবেদনময়ী তারকা। সম্প্রতি মিলছে এই অভিনেত্রীর সঙ্গে লাঞ্চের সুযোগ।

সত্যিই কি সানি লিওনের সঙ্গে লাঞ্চ! শুনে অবাক হবারই কথা। কিন্তু এমনই খবর ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। সোশ্যাল মিডিয়াতে সেই খবর একেবারে ভাইরাল। সানিকে একঝলক কাছ থেকে দেখার জন্য যারা পাগল, তাদের জন্য এই সুবর্ণ সুযোগ।

জানা গেছে, ভক্তের সঙ্গে ২ ঘন্টা নাকি সময় কাটাবেন সানি। তবে তার জন্য পকেট একটু হালকা করতে হবে। কে সময় কাটাবেন তা নির্ধারণ করতে নিলামের আয়োজন করা হবে। লাঞ্চ নিলাম! এই নিলামে যে যত বেশি টাকা দিবেন সে পাবেন সানির সঙ্গে ২ ঘন্টা লাঞ্চের সুযোগ।

সানি এ ধরণের অফার দিয়েছেন কেন জানেন কি? আসলে তিনি চ্যারিটির কাজের সঙ্গে যুক্ত৷ আর এই চ্যারিটির কাজে তার টাকার প্রয়োজন। আর তাই এই অভিনব আয়োজন৷ টার্গেট প্রায় ১.৬৮ লক্ষ টাকা। যে নিলাম জিতবে সানির সঙ্গে ফ্রিতে লাঞ্চ খেতে পারবে।

এছাড়াও তার সাথে একটি ছবি তুলেতে পারবেন। সঙ্গে নিতে পারবেন অটোগ্রাফও। তবে ১৮ বছরের কম বয়সিরা এতে অংশ গ্রহণ করতে পারবে না।