বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আফরিন তমা (তমা মির্জা)র আজ শুভ জন্মদিন। বাবা-সায়েদ মির্জা মাতা-তিসা মির্জা। ৩ ভাই বোনের মধ্যে সাদিয়া আফরিন তমা (তমা মির্জা) মেজ। সাদিয়া আফরিন তমা মির্জার জন্মস্থান বাঘেরহাট জেলার কচুয়ায়। বাবা সরকারী চাকরী করার সুবাদে বিভিন্ন জেলায় কেটেছে তাঁর শৈশব জীবন।
জন্মদিনের শুরুতেই রাজধানীর একটি রেস্টুরেন্টে গিয়ে ফেসবুকে লাইভে আসেন তমা মির্জা। যেখানে দেখা গেছে কয়েকজন বন্ধুদের সঙ্গে সীসা বারে তিনি রয়েছেন।
তমার চলচ্চিত্রে আগমন-২০১০সালের ২৭শে ফেব্রুয়ারি। ১ম চলচ্চিত্র বলনা তুমি আমার সিনেমার মাধ্যমে।
এছাড়া মুক্তি প্রাপ্ত ছবির তালিকায় রয়েছে- ১.বলনা তুমি আমার, শাকিব খান,নীরব ২.একমন একপ্রাণ, শাকিব খান,অপু বিশ্বাস ৩.একবার বলো ভালোবাসী, শাকিব খান,অপু বিশ্বাস ৪.ও আমার দেশের মাটি, আমিন খান ৫.পালাবার পথ নাই, সাইফ খান ৬.মানিক রতন দুই ভাই, কাজী মারুফ,ডিপজল,রেসি ৭.ছোট্ট সংসার, কাজী মারুফ,ডিপজল,রেসি ৮.ইভটিজিং, কাজী মারুফ ৯.তোমার কাছে ঋণী, সায়মন ১০.তোমার মাঝে আমি, নীরব।