দর্শহমহলে সাড়া ফেলেছে ‘চাঁদকন্যা’

‘চাঁদকন্যা’ নামে নতুন একটি নাটকে অভিনয় করে এবার দর্শকমহল থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন দুই গুণী অভিনয়শিল্পী জাকিয়া বারি মম ও এফ এস নাঈম। নাটকটি ১ জুন, শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার হয়। সরদার রোকন পরিচালিত নাটকটি রচনা করেছেন করেছেন আহসান হাবিব সকাল।

মম২২৩৩নাটকের গল্পে দেখা গেছে, শিউলি নামের এক তরুণীর বাবা মারা গেছে অনেক আগেই, মা অসুস্থ। বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসলেও সব ঠিকঠাক না থাকায় তার বিয়ে হয় না। একদিন শিউলির খালাতো ভাই রাহিন ঢাকা থেকে ফোন করে জানান যে, তার বন্ধু শিউলিদের গ্রামে বেড়াতে যাবেন। কিন্তু রাহিন যাবেন দুদিন পর।

বাড়িতে মেহমান আসবে ঢাকা থেকে, তাই যত দূর সম্ভব বাড়িটা যেন পরিচ্ছন্ন করা হয়। এদিকে ঢাকা থেকে আসা মেহমান দেখতে গ্রামের সবাই শিউলিদের বাড়িতে হাজির হয়।

রাহিনের বন্ধু রিফাত তার সঙ্গে শানু নামের একজনকে নিয়ে শিউলিদের বাড়িতে যান। শিউলি মায়ের আদেশে মেহমানদের সামনে ঘোমটা দিয়ে থাকেন, কথা বলেন ইশারায়।

হঠাৎ মায়ের অসুস্থতার খবরে শানু ঢাকায় চলে যান। পরে একদিন রিফাত গ্রাম ঘুরতে বের হন শিউলির সঙ্গে। রিফাত একজন নির্মাতা। তিনি একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করতে শিউলিদের গ্রামে এসেছেন। এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প।