‘টু বি কন্টিনিউড’ এখন ইউটিউবে

পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘টু বি কন্টিনিউড’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবি মুক্তি পায় গত বছরের ২ সেপ্টেম্বর। ছবিটি এখন পাওয়া যাচ্ছে ইউটিউবে।

গত ২৮ মে ‘চ্যানেল আই টিভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবিটি। এরই মধ্যে ১৬ হাজার দর্শক ছবিটি ইউটিউব থেকে দেখেছেন।

এর আগে গেল এপ্রিলের শেষে ‘টু বি কন্টিনিউড’ জেনেভার ১৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে প্রতিনিধিত্ব করে।

‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পরিচালক ইফতেখার ফাহমি নিজেই। আরও আছেন পূর্ণিমা, মিশু সাব্বির, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ।