বেশ কিছুদিন ধরে মিডিয়া পাড়ায় কানা-ঘুসা হচ্ছে এবার ঈদে মুক্তি পাবে শাকিব-অপু অভিনীত সিনেমা পাঙ্কু জামাই। অপু চাইলেও শাকিব চাচ্ছে না ছবিটা ঈদে মুক্তি পাক।
তবে অপু বিশ্বাস মনে প্রানে চাচ্ছেন তাঁর অভিনীত ‘পাংকু জামাই’ যেন ঈদে মুক্তি পায়। তিনি বলেন,‘আমি অনেকদিন বড় পর্দায় নেই। সেক্ষেত্রে ছবিটি ভালো ব্যাবসা করবে বলে আশা রাখি।
আর ছবিটি ব্যতিক্রম গল্প নিয়ে তৈরি হয়েছে। আর তাই যার কারনে ছবিটি ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দিবে। ছবিটি নানা কারণে দেরী হয়ে গেছে সত্যি। কিন্তু ঈদ উপলক্ষেই নির্মাণ করা। আর শুটিং আমার অংশ করেছি। বাকিদের কি অবস্থা তা তো আমার জানা নেই।’
তবে শাকিব খান চাচ্ছেন না ‘পাংকু জামাই’ ঈদে মুক্তি পাক। তিনি বলেন,‘ পাংকু জামাই ঈদে মুক্তি দেয়ার কোন মানে নেই। আমার এমনিতেই দুই কিংবা তিনটি সিনেমা মুক্তির কথা চলছে। সেখানে নতুন করে এ ছবিটি মুক্তি দিতে চাওয়া কেন? ঈদের পর কোন একটা সময়ে মুক্তি দিলে বরং ব্যবসা করতে পারবে।
ভালো মন্দের হিসেব বলবো না। এটকুটু বলবো অন্য ছবিগুলোর সঙ্গে এ ছবিটা প্রতিযোগিতা করার মতো না। অন্যান্য ছবিগুলো বাজেট থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে। এই সিনেমাটি মুক্তি দেয়া মানে সবারই ক্ষতি। ‘পাংকু জামাই’-এর ক্ষতিটা একটু বেশিই হবে।’
বাংলাদেশে একটা সময় ছিল, যখন ঈদের ছবি মানেই ছিল শাকিব-অপুর চলচ্চিত্র। গত তিন বছরে অবশ্য পরিস্থিতি পরিবর্তন হয়েছে। অপুর পরিবর্তে এখন জায়গা নিয়েছেন শবনম বুবলী।
ব্যক্তিগত কারণে শাকিব খান ও অপু বিশ্বাস আর এখন একসাথে কাজ করবেন না। তবে এবার ব্যতিক্রম হতে পারে যদি ঈদে ‘পাংকু জামাই’ ছবিটি মুক্তি পায়।
ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্না। প্রযোজনা করেছেন মুজাম্মেল হক।ছবিতে শাকিব খান, অপু বিশ্বাস, পুষ্পিতা পপি ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান।