অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেম নিয়ে কম চর্চা হয় না। নেটিজেনরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের এ সম্পর্ক। কারণ, আরবাজ খানের সঙ্গে সংসার জীবনের ইতি টেনে চুটিয়ে প্রেম করছেন হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে। এ অভিনেতা তার চেয়ে ১২ বছরের ছোট।
এই তো কয়েকদিন আগে গুঞ্জন রটেছিল, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন মালাইকা। যদিও পরে অর্জুন তা অস্বীকার করেন এবং এ সম্পর্কিত প্রশ্নে গণমাধ্যমকর্মীদের ওপর রেগে যান।
এদিকে নেটিজেনদের মতে, অর্জুনের জীবনটা নষ্ট করছেন মালাইকা। তার উচিত সম্পর্ক থেকে সরে যাওয়া। কিন্তু মালাইকা জানালেন, তিনি অর্জুনের জীবন নষ্ট করেননি।
এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, দুর্ভাগ্যবশত আমি কেবল বৃদ্ধ নই, আমার চেয়ে বয়সে অনেক ছোট একজন যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েওছি। আমার সাহস আছে কিন্তু, তাই না বলুন? আপনাদের মনে হতে পারে, আমি ওর জীবন নষ্ট করছি, তাই না? কিন্তু এমনটা তো নয়। আমি এক স্কুল ছাত্রের সঙ্গে প্রেম করছি আর সে আমার কারণে স্কুল কামাই করছে। তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে আমার কারণে।
তিনি আরো বলেন, অর্জুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমরা দুজনেই অ্যাডাল্ট। নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। যদি কোনো বয়সে বড় মানুষ একজন অল্প বয়সের মেয়েকে বিয়ে করেন, তখন তিনি খেলোয়াড়। কিন্তু উল্টোটা ঘটলেই সকলে বলতে থাকেন যৌনতার জন্য মহিলাটি এমন করছেন।
১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। তার একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন অভিনেত্রী। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা।