বাজারে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে সব কিছুর দামই যেন লাগামহীনভাবে বেড়েই চলেছে। বাজার নিয়ন্ত্রণের চেষ্টায় এরই মধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। তবে গতকাল শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সরকারের নতুন এই সিদ্ধান্তে এরই মধ্যে সব অঙ্গনেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও।
তবে এসব অস্থিতিশীল পরিবেশ আর সমালোচনায় না গিয়ে বিকল্প পথ খুঁজে বের করেছেন শিল্পীরা। চলাচলের জন্য তারা বেছে নিয়েছেন ‘হাঁটা’ বা ‘সাইকেল’কে।
বিষয়টি কথা বলেছেন সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘বর্তমান সারা বিশ্বেই জ্বালানি তেলের সংকট। আর এর প্রভাব সব দেশেই কম-বেশি পড়েছে। তাই আমাদের এ নিয়ে অস্থির বা আন্দোলনে যাওয়ার কিছুই নেই। হাঁটার বিকল্প কিছু নেই। হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আমি মনে করি, অযথা জ্বালানি তেল নষ্ট না করে সরকারকে সহযোগিতা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই আছি অল্প পথের, তারপরও গাড়ি নিয়ে চলাফেরা করি। এটা বাদ দিতে হবে। হয় হেঁটে না হয় অন্য কোনো যানবাহনে করে যেমন রিকশা বা সাইকেল দিয়ে চলাফেরা করা উচিত। আমি সাইকেলের কথা ভাবছি। আর আমি বেশ ভালো সাইকেল চালাতে পারি। উন্নত বিশ্বে কিন্তু অনেকেই সাইকেল নিয়ে চলাফেরা করে।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘ক্যারিয়ারের প্রয়োজনে আমার সবসময় সাজগোজ করে চলাফেরা করতে হয়। আর অনেকটা ভারি জামাকাপড় পরতে হয়। তাই আমার জন্য সাইকেলে চলাফেরা করাটা কষ্টকর। তবে ভালো বিষয় আমি সাইকেল চালাতে পারি। তাই চিন্তা করেছি, এখন থেকে একেবারে প্রয়োজন না পরলে গাড়ি নিয়ে চলাফেরা করব না। রিকশা দিয়ে যাতায়াত করব। আর প্রয়োজনে সাইকেলও চালাব। যদিও ব্যয়ামের সময় সাইকেলিং করা হয়।’
চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘বিষয়টি দারুণ হবে। আমি খুব ছোটবেলায় সাইকেল চালানো শিখেছি। এটা এখন কাজে আসবে। এতে করে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে।’
অভিনেতা ফারহান আহমেদ জোভান বলেন, ‘৬-৭ বছর বয়সেই সাইকেল চালানো শিখেছি। কিশোর বয়সেও সাইকেল চালানো হয়েছে। যদিও এখন আর সাইকেল চালাই না। তবে হাঁটা হয়। এখন তার সঙ্গে সাইকেল যুক্ত করার কথা ভাবছি। এতে করে নিজের পকেটের উন্নয়ণ ও দেশের জন্যও ভালো হবে।’
সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া বলেন, ‘আমি আসলে সাইকেল চালাতে খুব বেশি দক্ষ না। তবে এখন মনে হচ্ছে, সেটি একটু ঝালিয়ে নিতে হবে। বহির বিশ্বের মতো আমাদের চলাফেরার আরেকটি অন্যতম যানবাহন হতে পারে সাইকেল। কথা কথায় গাড়ি নিয়ে চলাফেরা না করে আমরা সাইকেলটা বেছে নিতে পারি। আমি মনে করি, এতে আমাদের জন্যই অনেক ভালো হবে।’
সবশেষ শোবিজের এমন আরও অনেক শিল্পীই তাদের কথার সঙ্গে একাগ্রতা প্রকাশ করেছেন। শুধু সাইকেলই নয়, তারা জোড় দিয়েছেন হাঁটার বিষয়টিও। এতে করে পরিবেশ, দেশ ও নিজেরই লাভ হবে- তাই মনে করছেন তারা।
উল্লেখ্য, নতুন ঘোষণা অনুযায়ী ডিজেল ও কেরোসিনের লিটার ৮০ থেকে ১১৪ টাকা, অকটেনের লিটার ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রলের লিটার ৮৬ থেকে করা হয়েছে ১৩০ টাকা। আর নতুন দাম কার্যকর হয়েছে গতকাল দিবাগত রাত ১২টার পর থেকেই।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার সবসময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বাড়ানোর চিন্তা করেনি। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়ে তেলের দাম বাড়ানো হয়েছে।