কোন দেশে কত ঘণ্টা রোজা রাখছে

গত ৩ এপ্রিল শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। সমগ্র বিশ্বের মুসলিমরা এই মাসে রোজা পালন করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে পৃথিবীর অঞ্চলভেদে মুসলমানের রোজার সময়সূচিতে আছে ভিন্নতা। কেউ রোজা রাখছে ১৯ ঘণ্টা, আবার কেউ রোজা রাখছে প্রায় ১২ ঘণ্টা।

সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে সংক্ষিপ্ত সময় রোজা রাখছে—এমন কয়েকটি দেশের তালিকা প্রকাশ করা হলো। সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখছে যারা : পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখছে এমন পাঁচটি শহর হলো—

১. নুক, গ্রিনল্যান্ড : এই শহরের অধিবাসীরা সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখছে। তাদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৯ ঘণ্টা ৫ মিনিট। এই শহরের অধিবাসীরা সাহরি শেষ করে রাত ২.৪৭ মিনিটে এবং ইফতার করে রাত ৯.৫২ মিনিটে।

২. রেকজাভিক, আইসল্যান্ড : এই শহরের অধিবাসীদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৯ ঘণ্টা ৪ মিনিট। তারা সাহরি শেষ করে রাত ২.৪৮ মিনিটে এবং ইফতার করে রাত ৯.৫২ মিনিটে।

৩. হেলসিনকি, ফিনল্যান্ড : এই শহরের অধিবাসীদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৮ ঘণ্টা ৩০ মিনিট। তারা সাহরি শেষ করে রাত ২.৫০ মিনিটে এবং ইফতার করে রাত ৯.২০ মিনিটে।

৪. স্টকহোম, সুইডেন : এই শহরের অধিবাসীদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৮ ঘণ্টা ২০ মিনিট। তারা সাহরি শেষ করে রাত ২.২০ মিনিটে এবং ইফতার করে রাত ৮.৪০ মিনিটে।

৫. গ্লাসগো, স্কটল্যান্ড : এই শহরের অধিবাসীদের রোজার সর্বোচ্চ সময় হলো ১৮ ঘণ্টা ৫ মিনিট। তারা সাহরি শেষ করে রাত ২.৫৩ মিনিটে এবং ইফতার করে রাত ৮.৫৮ মিনিটে।

সবচেয়ে কম সময় রোজা রাখছে যারা : পৃথিবীতে সবচেয়ে কম সময় রোজা রাখছে এমন পাঁচটি শহর হলো—

১. ক্রিশ্চার্য, নিউজিল্যান্ড : এই শহরের অধিবাসীরা সবচেয়ে কম সময় রোজা রাখছে। তাদের রোজার সর্বনিম্ন সময় হলো ১১ ঘণ্টা ৪৩ মিনিট। এই শহরের অধিবাসীরা সাহরি শেষ করে ভোর ৫.৪৭ মিনিটে এবং ইফতার করে বিকেল ৫.৩০ মিনিটে।

২. পুয়ের্তো মন্ট, চিলি : এই শহরের অধিবাসীদের রোজার সর্বনিম্ন সময় হলো ১১ ঘণ্টা ৫১ মিনিট। তারা সাহরি শেষ করে ভোর ৭.০৭ মিনিটে এবং ইফতার করে বিকেল ৬.৫৮ মিনিটে।

৩. ক্যানবেরা, অস্ট্রেলিয়া : এই শহরের অধিবাসীদের রোজার সর্বনিম্ন সময় হলো ১২ ঘণ্টা ০৭ মিনিট। তারা সাহরি শেষ করে ভোর ৫.১৫ মিনিটে এবং ইফতার করে বিকেল ৫.২২ মিনিটে।

৪. মন্টেভিডিয়ো, উরুগুয়ে : এই শহরের অধিবাসীদের রোজার সর্বনিম্ন সময় হলো ১২ ঘণ্টা ০৭ মিনিট। তারা সাহরি শেষ করে ভোর ৫.৫৬ মিনিটে এবং ইফতার করে সন্ধ্যা ৬.০৩ মিনিটে।

৫. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা : এই শহরের অধিবাসীদের রোজার সর্বনিম্ন সময় হলো ১২ ঘণ্টা ০৯ মিনিট। তারা সাহরি শেষ করে ভোর ৫.৫৭ মিনিটে এবং ইফতার করে সন্ধ্যা ৬.০৬ মিনিটে।

এ ছাড়া উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে লন্ডনে ১৫ থেকে ১৬, রোমে ১৪ থেকে ১৫ ঘণ্টা, কায়রোতে ১৩ থেকে ১৪ ঘণ্টা, ঢাকায় ১৩ থেকে ১৪ ঘণ্টা, জাকার্তায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা হচ্ছে।