ঢাকা-টাঙ্গাইল সড়কদ্বীপে শাক-সবজি চাষ!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রিফলতলী বাইপাস এলাকায় মহাসড়কের দুই পাশের সার্ভিস লাইনের সড়কদ্বীপে চাষ হচ্ছে শাক-সবজি। সড়কের পার্শ্ববর্তী বাসিন্দারা শখের বসে চাষ করছেন এসব শাক-সবজি। এতে পরিবারের চাহিদা মেটাচ্ছেন অনেকে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শ্রিফলতলী বাইপাস এলাকায় সড়কের দুই পাশের সার্ভিস লাইনের ফাঁকা আইল্যান্ড আগাছামুক্ত ও পরিষ্কার করে পরম যত্নে লালশাক, পুঁইশাক, পালং শাকসহ বিভিন্ন প্রকার শাক-সবজির চাষ করছেন সড়কের পার্শ্ববর্তী বাসিন্দারা।

রঙ বেরঙের এসব শাক সবজির গাছ মহাসড়কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দুই পাশের সার্ভিস লাইন ফাঁকা। স্বল্প পরিমাণে চলাচল করে রিকশা, ভ্যান। আইল্যান্ডের উপরের অংশ ফাঁকা শূন্য থাকায় দীর্ঘ অংশ জুড়ে বিভিন্ন জাতের শাক-সবজির চাষ করছেন কিছু উৎসাহী মানুষ। এতে তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাতকরণও হচ্ছে।

সড়ক ধরে চলাচলরত কয়েকজন ব্যক্তি বলেন, প্রতিদিন এই সড়ক ধরে কাজে যাই। আগে সড়কের পাশের আইল্যান্ড ময়লা আবর্জনায় ভরে থাকতো। এখন কিছু মানুষের উদ্যোগে এখানে রঙ বেরঙের শাক সবজির সমারোহ হয়ে উঠেছে। দেখতেও অনেক ভালো লাগছে।

স্থানীয় বাসিন্দা মোখলেসুর রহমান জানান, ‘ইট কাঠের দেয়ালে থাকি। শখের বসে একটু চাষবাস করতে ভালো লাগে। কিন্তু শহরে জায়গার সংকট। সড়কের ফাঁকা আইল্যান্ড দেখে শখ করে সেখানে একটু শাক সবজির বীজ ফেলেছি। আমার মতো অনেকেই চাষ করছেন। এতে আমাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। তবে সড়কে যানবাহন চলাচলে সমস্যা হবে এমন কোনো গাছ সেখানে রোপণ করা হচ্ছে না বলেও জানান মোখলেসুর রহমান।

সাউথ এশিয়া রোড কানেক্টিভিটি (সাচেক) এর উপ সহকারী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, মহাসড়কের কিছু অংশে সড়কদ্বীপ ফাঁকা আছে। সেখানে কিছু মানুষ ছোট শাক-সবজির চাষ করছেন। এতে একদিকে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে এসব স্থান আগাছা ও ময়লা আবর্জনা মুক্ত আছে।

যেহেতু এতে মহাসড়কে যানবাহন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না তাই আমরা কোনো ব্যবস্থা নেইনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে পুরো মহাসড়ক পরিষ্কার পরিচ্ছন্ন করে বুঝিয়ে দেয়া হবে।

সূত্র : ঢাকাটাইমস