অজুর মধ্যে যেসব কাজ করা উচিত নয়

ইসলামী আইনে মাকরুহ হচ্ছে এমন কিছু কাজ আছে যা করা জায়েজ কিন্তু না করা উত্তম। এমন কিছু আমল যা পালন করার তুলনায় না করা উত্তম। অর্থাৎ মাকরুহ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম।

ওজু নামাজের চাবি। নামাজ বেহেশতের চাবি। নামাজসহ অনেক ফরজ ইবাদতের জন্য ওজু করা আবশ্যক। সেখানেও রয়েছে কিছু বিষয় আছে যা আমাদের উচিত এড়িয়ে চলা বা মেনে চলা।

চলুন জেনে নেয়া যাক অজুতে থাকা কয়েকটি মাকরুহ—

৥ অজুতে পানির অপব্যয় করা। (ইবনে মাজাহ, হাদিস : ৪১৯, আবু দাউদ, হাদিস : ৮৮)

৥ অন্যের সাহায্য নেওয়া। (মুসনাদে আবি ইয়ালা : ১/২০০) তবে অপারগ অবস্থায় অন্যের সাহায্য নেওয়ায় কোনো সমস্যা নেই। (আল মুজামুল কাবির, হাদিস : ৩৮৫৭)

৥ পানি ব্যবহারে অত্যধিক কার্পণ্য করা। (আবু দাউদ, হাদিস : ১১৬, মুসলিম, হাদিস : ৩৫৪)

৥ মুখের ওপর জোরে পানি মারা। (কানজুল উম্মাল : ৯/৪৭৩)

৥ দুনিয়াবি কথা বলা। (ফাতাওয়ায়ে আলমগিরি : ১/৯৮)

৥ তিনবার মাথা মাসেহ করা এবং প্রতিবার পানিতে হাত ভেজানো। (আবু দাউদ, হাদিস : ১১৬, কানজুল উম্মাল, হাদিস : ২৭০২৪)