ভ্যাক;সিন আসতে পারে চলতি বছরেই : বিশ্ব স্বা;স্থ্য সংস্থা

চলতি বছরেই নভেল করো;না;ভাই;রা;সের একটি ভ্যাক;সিন প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বা;স্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। মঙ্গলবার সংস্থাটির নির্বাহী পরিষদের এক বৈঠকে ভ্যাকসিন নিয়ে আশার এই কথা শুনিয়েছেন তিনি।

ভ্যাক;সিন সহজলভ্য হলে এর সমবন্টন নিশ্চিত করতে সব দেশের নেতা;দের ঐক্যবদ্ধ হওয়ার এবং রাজ;নৈতিক প্রতি;শ্রুতি দেয়ার আহ্বান জানিয়েছেন গেব্রেইয়েসুস।
বিশ্ব স্বা;স্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকে কোনও ধরনের ব্যাখ্যা দেয়া ছাড়াই টেড্রোস বলেন, আমাদের ভ্যাক;সিনের প্রয়োজন হবে। আমাদের আশা- চলতি বছর শেষ হওয়ার আগেই আমরা একটি ভ্যাকসিন পেতে পারি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করো;না;ভা;ইরা;সের ভ্যাকসিনের উদ্যোগ ‘কো;ভিড-১৯ ভ্যা;ক;সিনস গ্লোবাল অ্যাকসেস (কোভ্যাক্স)’ ফ্যাসিলিটি পাইপলাইনে ৯টি পরীক্ষামূলক ভ্যাকসিন রয়েছে। আগামী বছরের শেষের দিকে বিশ্বজুড়ে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে কোভ্যাক্স।

দু’দিনের বৈঠকে সংস্থাটির নির্বাহী বোর্ড বিশ্বজুড়ে করো;নাভাই;রাস মহামারি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেছে। এ সময় জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ জাতি;সংঘে;র স্বাস্থ্য বিষয়ক এই সং;স্থাটি;কে সং;স্কা;রের মাধ্যমে আরও শক্তিশালী করার আহ্বান জানায়।

শুরু থেকেই করোনা সঙ্কট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতার তীব্র সমালোচনা করে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনা;ল্ড ট্রা;ম্প নেতৃত্বাধীন প্রশাসন। মহা;মা;রির ধাক্কা সামাল দেয়ার পরিবর্তে সংস্থাটির বিরু;দ্ধে চীন ঘনিষ্ঠতা এবং বেইজিংকে প্রশ্নের মুখোমুখি না করার অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবার বি;ক্রির বাজার থেকে করো;নাভা;ইরাস মহামারি বিশ্ব;জুড়ে ছড়িয়েছে বলে বিশেষ;জ্ঞরা ধারণা করছেন। বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে এই ভাই;রাসে আ;ক্রা;ন্ত হয়েছেন ৩ কোটি ৬০ লাখের বেশি এবং মা;রা গেছেন ১০ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ।