মনপুরায় ভূমিহীন পরিবারের মধ্যে খাস জমির দলিল বিতরণ

মনপুরায় এক হাজার অসহায় ভূমিহীন পরিবারের মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্তের দলিল হস্তান্তর বিতরণ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে ভূমিহীন পরিবারের মধ্যে এই খাস জমির দলিল বিতরণ করা হয়। কৃষি খাস জমি বন্দোবস্ত দলিল হস্তান্তর করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

কৃষি খাস জমি বন্দোবস্ত দলিল হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব।

খাস জমি দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকবে না। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাস জমি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এখন আর বিশ্ব বাংলাদেশের মানুষকে অবহেলার চোখে দেখে না। তিনি চরফ্যাশন-মনপুরায় প্রায় ৪ হাজার কোটি টাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে উপমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

খাস জমি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোক্তার হোসেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞা, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক একেএম শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, মো. জাকির হোসেন, অলি উল্লা কাজল, আমানত উল্লা আলমগীর, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মাতাব্বরসহ বিভিন্ন দাপ্তরিক প্রধান, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে দুই মন্ত্রী উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের পথসভায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই সময় ফারুক কোম্পনির নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মীরা দুই মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।