সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অডিটরসহ বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী ও যোগ্যদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ১৪ আগস্ট, ২০১৮ পর্যন্ত। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ
আবেদনের পদসমূহ
খাদ্য অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি তাদের নিজস্ব ওয়েবসাইটে ও বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের প্রক্রিয়াতে বিভিন্ন পদে সর্বমোট ১১৬৬ জন নিয়োগ দেয়া হবে। এই পদগুলো হলো—উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ দেয়া হবে ২৫০ জন, সহকারী উপখাদ্য পরিদর্শক পদে ২৭৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪০২ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আটজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, উচ্চমান সহকারী পদে ৩১ জন, অডিটর পদে ১৬ জন, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পদে ছয়জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান দুই জন, ফোরম্যান পদে একজন, মেকানিক্যাল ফোরম্যান দুই জন, অপারেটর পতে ২০ জন, ইলেকট্রিশিয়ান পদে ৯ জন, ভেহিকল ইলেকট্রিশিয়ান পদে একজন, সহকারী ফোরম্যান পদে তিনজন, মিলরাইট পদে তিনজন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ছয়জন, ল্যাবরেটরি সহকারী পদে আটজন, সহকারী অপারেটর পদে ১১ জন, স্টেভেটর সরদার পদে ছয়জন, ভেহিকল মেকানিক পদে চারজন, সহকারী মিলরাইট পদে পাঁচজন, সাইলো অপারেটিভ পদে ৫৬ জন এবং স্প্রেম্যান পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে।
আবেদনের যোগ্যতা
খাদ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন রয়েছে। উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী, অডিটর, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীদের যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে। ল্যাব টেকনিশিয়ান পদটির জন্য প্রয়োজন হবে রসায়নসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীদের সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজি ৮০ শব্দ, বাংলা ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজি ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজি ৭০, বাংলা ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজি ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকা প্রয়োজন। ফোরম্যান পদে আবেদনের জন্য আগ্রহীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে অটো মেকানিকস বা ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিকস ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা এই বিষয়গুলোর যেকোনো একটিসহ এসএসসি ভোকেশনাল সনদ এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা । মেকানিক্যাল ফোরম্যান পদে আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এই পদেরে প্রার্থীদের বাড়তি যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে অটো মেকানিকস বা ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস অথবা এই বিষয়গুলোর যেকোনো একটিসহ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালনার অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান ও ভেহিকল ইলেকট্রিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি পাস হতে হবে এবং বৈদ্যুতিক ‘খ’ এবং ‘গ’ শ্রেণির কারিগরি পারমিট বা লাইসেন্সসহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। সহকারী ফোরম্যান ও মিলরাইট পদে আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের থাকতে হবে অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে এই বিষয়গুলোর যেকোনো একটিসহ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য প্রার্থীদের প্রয়োজন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ এবং অভিজ্ঞতা হিসেবে প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে ইংরেজি ২০ এবং বাংলায় ২০ শব্দ। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের জন্য প্রার্থীদের এইচএসসি বা সমমানের পাশ হতে হবে। এছাড়াও প্রার্থীদের যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে ইংরেজি ৪০ এবং বাংলায় ৩০ শব্দ। ল্যাবরেটরি সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। সহকারী অপারেটর ও স্টেভেটর সরদার পদে জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভেহিকল মেকানিক, সাইলো অপারেটিভ ও সহকারী মিলরাইট পদে জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রয়োজন হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। স্প্রেম্যান পদে আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে।
আবেদন পদ্ধতি
বর্তমান সময়ে সরকারি প্রায় সকল নিয়োগের বিপরীতেই প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এবারের প্রক্রিয়াতেও এর ব্যতিক্রম ঘটেনি। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে dgfood.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে । অনলাইনে আবেদনের সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মগুলো ভালভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত স্থানে ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের স্ক্যান করা স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবির মধ্যে হতে হবে। আবেদনপত্রটি দাখিলের পূর্বে সকল তথ্য নির্ভুল আছে কিনা তা যাচাই করে নিতে হবে। আবেদনপত্র দাখিলের পর ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। অনলাইন আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষা ফি শুধুমাত্র স্প্রেম্যান পদের জন্য ৫৬ টাকা ও অন্যান্য পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে।
পরীক্ষা পদ্ধতি
এর আগে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়েছে। এবারের পরীক্ষায় পদভেদে পরীক্ষার মানবণ্টন ভিন্ন হতে পারে। বিগত পরীক্ষাগুলোর আলোকে বলা যায় যে, উপখাদ্য পরিদর্শক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অডিটর, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, সহকারী উপখাদ্য পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ে ৩০ নম্বর, ইংরেজি ৩০, গণিত ২০ এবং সাধারণ জ্ঞান অংশে ২০ নম্বরসহ মোট ১০০ নম্বরের আসার সম্ভাবনা রয়েছে।
ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফোরম্যান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, ইলেকট্রিশিয়ান, ভেহিকল ইলেকট্রিশিয়ান, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেটর সরদার, ভেহিকল মেকানিক, সহকারী মিলরাইট, সাইলো অপারেটিভ পদের পরীক্ষায় বাংলা বিষয়ে ২৫ নম্বর, ইংরেজি ২৫, গণিত বা পদসংশ্লিষ্ট বিষয়ে ৩০ এবং সাধারণ জ্ঞান থেকে ২০ নম্বরসহ ১০০ নম্বরের প্রশ্ন করা হবে। স্প্রেম্যান পদের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে ১০ নম্বর করে মোট ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বেতন-ভাতা
উল্লিখিত পদগুলোতে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের প্রত্যেককেই তাদের পদমর্যাদা অনুযায়ী বেতন প্রদান করা হবে। উপখাদ্য পরিদর্শক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রাপ্তরা প্রত্যেকে বেতন হিসেবে পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫শ’ ৯০ টাকা, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অডিটর, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফোরম্যান, মেকানিক্যাল ফোরম্যান পাবে ১০ হাজার ২শ’ থেকে ২৪ হাজার ৬শ’ ৮০ টাকা, সহকারী উপখাদ্য পরিদর্শক, অপারেটর, ইলেকট্রিশিয়ান, ভেহিকল ইলেকট্রিশিয়ান, সহকারী ফোরম্যান, মিলরাইট পাবেন ৯ হাজর ৭শ’ থেকে ২৩ হাজর ৪শ’ ৯০ টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেটর সরদার, ভেহিকল মেকানিক, সহকারী মিলরাইট, সাইলো অপারেটিভ পাবেন ৯ হাজর ৩শ’ থেকে ২২ হাজর ৪শ’ ৯০ টাকা এবং স্প্র্রেম্যান পাবেন ৮ হাজর ৫শ’ থেকে ২০ হাজার ৫শ’ ৭০ টাকা স্কেলে। এছাড়াও চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের সরকারি বিধি মোতাবেক বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে ।