সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন উপজেলা মৎস্য দপ্তর।
গতকাল রোববার বিকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া হাটে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিনসাড়া বাজারে অভিযান পরিচালনা করে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম সুমন প্রমুখ।