তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর গলিত লাশ উদ্ধার

জেলার সদর উপজেলার একটি তালাবদ্ধ ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিনতলা বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিকের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সোমবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে তার স্বামী হত্যা করে ফ্ল্যাট তালাবদ্ধ করে পালিয়েছে।