পরাজয়ের পর একি বললেন মোসাদ্দেক হোসেন বুলবুল

আজ দেশের তিনটি সিটিতে সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শুষ্ঠ ভাবে ভোটাররা ভোট দিয়েছেন আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।রাজশাহীর সিটির নির্বাচনে তেমন কোন নাশকতার খবর পাওয়া যায়নি।ভোট গননা শেষ হয়েছে রাজশাহীর সিটি নির্বাচনের সর্বশেষ খবর

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।ন তিনি ১,৬৬,৩৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮,৪৯২ভোট। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ‘ভোটের আগের রাতেই ভোট দেয়া হয়ে গেছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। সোমবার ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন তিনি।

এর আগে সকাল ৮টায় ভোট শুরুর পর বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগও আনেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

ভোট রাতেই হয়ে গেছে দাবি করে বিএনপির মেয়র প্রার্থী বুলবুল সাংবাদিকদের বলেন, ‘আজকে সকাল থেকে আমি প্রায় ৩১টি কেন্দ্রে গিয়েছি। বাহির থেকে যে পুলিশ এসেছে তাদের সহায়তায় রাতে অনেক কেন্দ্রে ভোট কাটা হয়েছে। আবার সকাল বেলায়ও অনেক অনিয়ম আমার চোখে ধরা পড়েছে।

তিনি বলেন, আজকের মেয়র নির্বাচনে রাষ্ট্রীয় সন্ত্রাস, বিপন্ন গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা ভোট ডাকাতির সঙ্গে জড়িত। রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে সাধারণ মানুষ আজ বিপন্ন।

পুলিশ প্রশাসন, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবসহ তাদের নীলনকশার বাস্তবায়ন আজকের এ নির্বাচন’- যোগ করেন বুলবুল।

তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ আজ নিরুপায়। এ গণতন্ত্র যে উৎপাদনের কথা বলছে তা ধোঁয়াশা।

প্রার্থী হয়ে ভোট না দেয়ার মতো উদাহরণ তৈরি করার বিষয়ে বুলবুল বলেন, ‘বিপন্ন গণতন্ত্রে যেখানে ভোটের কোনও মূল্য নেই, যেখানে রাষ্ট্রের কর্মচারীরা ভোটচুরির সঙ্গে সম্পৃক্ত, সেখানে আমার ভোটের কোনও দাম নেই।

ভোট সুষ্ঠু হচ্ছে না এবং ভোট দিলে লাভ নেই এমন কথা বলে নিজের ভোটও দেননি বুলবুল। বরং বেলা দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর ইসলামিয়া কলেজ মাঠে অবস্থান ধর্মঘট করেন তিনি।

এই কেন্দ্রে বুলবুল এসেছিলেন মেয়র পদে ব্যালট শেষ হয়ে যাওয়ার কথা শুনে। তার দাবি, কেন্দ্রের ২ হাজার ২৪৮টি ভোটের মধ্যে বেলা সাড়ে ১১টার মধ্যে ১০০টি বাদে মেয়র পদে সব ভোটই দেয়া হয়ে যায়।

এ অভিযোগের ব্যপারে প্রিজাইডিং কর্মকর্তা আবদুল্লাহ হেল শাফি এ অভিযোগ মিথ্যা দাবি করে সাংবাদিকদের বলেন, ‘মেয়র প্রার্থী বুলবুল ভুল বুঝেছেন। বেলা ১টা পর্যন্ত ভোট পড়ে ৯০০ এর কিছু বেশি।ভোট শেষে অবস্থানও শেষ করেন বুলবুল। এসময় তিনি নগরবাসীকে ধন্যবাদ জানান।তবে নির্বাচন কমিশন দাবি করছে নির্বাচন শুষ্ঠ ভাবে হয়েছে ।