মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাঙ্গুনিয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম চৌধুরী (৭৩) আর নেই। রোববার সকাল পৌনে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন, রাজনৈতিক অঙ্গনের বহু স্বজন-শুভার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (রোববার) বাদ আছর স্থানীয় মসজিদে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
মাহবুব আলম চৌধুরী দুই দফায় পদুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর থেকে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদক থাকার পর সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
মাহবুব আলম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাঙ্গুনিয়ার এমপি ড. হাছান মাহমুদ এবং পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।