ডিসিদের বলেছি, আপনারা মন্ত্রী বা ভিআইপিদের এতো প্রটোকল দিতে হবে না -কাদের

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এই কথা জানান। তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তাদের সঙ্গে বৈঠক করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘আমি ডিসিদের বলেছি, আপনারা মন্ত্রী বা ভিআইপির এতো প্রটোকল দিতে গেলে প্রশাসনিক কাজ করবেন কখন? কাজেই প্রটোকল এতো দরকার নেই। আমি ও রেলমন্ত্রী আমরা বলেছি, আমাদের এত প্রটোকলের দরকার নেই।’

তাহলে কি প্রটোকল কমাতে বলেছেন? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘কমানো উচিত। না হলে ওরা (ডিসি) কাজ করবে কেমনে? আর গভর্নমেন্টের শেষ বছর এটি। এখনও অনেক কাজ বাকি আছে ডিসি-এসপিদের। সমস্যাতো হচ্ছে। আর ইলেকশনতো চলছে। ইলেকশন গ্রহণযোগ্য করতে তাদের অনেক কাজ। আজও তো ইলেকশনে অংশ নিয়েছে বিএনপি। গ্রহণযোগ্য ইলেকশন হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘যে রাস্তাগুলো সচল থাকলে মানুষ খুশি থাকবে সেগুলো ব্যাপারে উদ্যোগ নিতে ডিসিদের বলেছি। বিশেষ করে ঈদ ঈদুল আজহা সামনে। ভারী বর্ষণের সঙ্গে ভারী পরিবহন, এর সঙ্গে যুক্ত হচ্ছে পশুর হাট। তার সাথে আছে পশুবাহী পরিবহন। এর সাথে এখন রং সাইটে চলাচল। ইত্যাদি যানজটের আরও কিছু কারণ যোগ হয়েছে।’

‘রাস্তায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা এসব বিষয়ে ডিসিদের আমি বলেছি। তারা রমজানের ঈদের সময়ও ভালো দায়িত্ব পালন করেছেন। গতবারের মতো ঈদুল আজহাতে মানুষ যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে এবং ফিরে আসতে পারে সেজন্য তাদের চেষ্টা অব্যাহত রাখার জন্য বলেছি।’