কোটা : অধিকারের আন্দোলন নয়

কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা

ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ‘কোটা আন্দোলন ছাত্রদের অধিকারের আন্দোলন নয়। এ আন্দোলন হলো নির্বাচনের বছরে অস্থিতিশীলতা তৈরি করার।’ গত ১৯ এপ্রিল এক সমাবেশে অবসরপ্রাপ্ত অধ্যাপক আকমল হোসেনের বক্তব্যের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে শিক্ষক সমিতি।