চলতি বছর হজ ফ্লাইট শুরুর পর থেকে প্রতিদিনই সিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো। প্রতিদিনই ২-৫ ঘন্টা করে বিলম্ব ঘটছে ফ্লাইটের। এলোমেলো ফ্লাইট সিডিউলের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হজ পালনে সৌদি আরবগামী যাত্রীরা। দিনের একটি ফ্লাইট দেরিতে ছাড়ার কারণে অপর ফ্লাইটগুলো যাচ্ছে দেরিতে। আসছেও দেরিতে। দেরির ওই প্রভাবটা অন্য ফ্লাইটগুলোতে পড়ছে। ফলে এমনও ঘটছে যে বিকালের ফ্লাইট ছাড়ছে রাত পেরিয়ে পরদিন সকালে।
যান্ত্রিক ত্রুটি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট থাকা নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে আশকোনা হজ ক্যাম্পে নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হচ্ছেন হাজিরা।
নির্দিষ্ট সময়ে ইমিগ্রেশন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাচ্ছেন তারা। বিমান বন্দরে গিয়ে ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গতকাল বুধবারও দুইটি ফ্লাইট বিলম্বে ছাড়ে। তার আগের দিন ভোর সাড়ে চারটার একটি ফ্লাইট তিন ঘণ্টা দেরিতে বিমানবন্দর থেকে ছেড়ে যায়। আর বিকাল সাড়ে চারটার ফ্লাইটটি সন্ধ্যা ছয়টার দিকে বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়েছে।