সিলেটে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সিলেট মহানগরের বিভিন্ন থানা এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন। র‌্যাব-৯ এর এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে শুক্রবার (২০জুলাই) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্রিস্টফার হিমেল রিছিল এ দণ্ড দেন।

দণ্ডিতরা হচ্ছেন- সাইদুর রহমান (৩১), সোহেল মিয়া (৩০), জাকির (২২), আনোয়ার আলী (২৯), আব্দুল মোনাফ (৪৫), পিটন মিয়া (২৫), ফজর আলী (২০), মাসুদ মিয়া (১৯), নাজমুল (২১), রুবেল মাহমুদ (১৮), খোকন খান (৪৫)।তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত ১০ জনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে এবং খোকন মিয়াকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

র‌্যাবের সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।