ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে মাইক্রোবাসের ধাক্কায় শাহিন হোসেন (৪০) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শাহিন হোসেন ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার গোলাম তহুর শাহ’র ছেলে।
পরিবারের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে শৈলকুপার যুগনী গ্রাম থেকে বাইসাইকেলে করে ঝিনাইদহ শহরে আসছিলেন শ্রমিক শাহিন হোসেন। পথে হাটগোপালপুর কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।