২০ লাখ ই-পাসপোর্ট বুকলেট এবং ২ কোটি ৮০ লাখ পাসপোর্ট তৈরির মেশিন ও প্রয়োজনীয় উপকরণ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে জার্মানি থেকে এসব কিনতে সরকারের ব্যয় হবে তিন হাজার ৩৩৮ কোটি ৯৩ লাখ টাকা। জার্মানের সরবরাহকারী প্রতিষ্ঠান আগামী ১০ বছর এই প্রকল্প রক্ষণাবেক্ষণ করবে।
গতকাল বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ই-পাসপোর্ট অটোমেটেড বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০ লাখ পাসপোর্ট বুকলেট ক্রয় এবং ২ কোটি ৮০ লাখ পাসপোর্ট তৈরির যাবতীয় উপাদানসহ আনুষঙ্গিক হার্ডওয়্যার, সফটওয়্যার ও ১০ বছরের রক্ষণাবেক্ষণসহ সব সেবা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এসব পণ্য ও সেবা জি টু জি (সরকার থেকে সরকার) ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে জার্মানি থেকে সংগ্রহ করা হবে।
ভারত থেকে আসবে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ:
১৫ বছর মেয়াদে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী ১ আগস্ট থেকে ভারতের সেমক্রপ গায়ত্রী পাওয়ার লিমিটেডের কয়লাভিত্তিক এই বিদ্যুৎ দেশের সঞ্চালন লাইনে যোগ হবে। স্বল্পমেয়াদে ১ আগস্ট থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আসা বিদ্যুতের প্রতি কিলোওয়াটের দাম পড়বে ৪ টাকা ৬৯ পয়সা। দীঘমেয়াদে ২০২০ সালের ১ জুলাই থেকে ২০৩৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আসা প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ৬ টাকা ১৭ পয়সা।
৫০ হাজার মেট্রিক টন গম আমদানি হবে:
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরকার ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহের কাজ পেয়েছে সিঙ্গাপুরের অ্যাগ্রোকোর ইন্ডাস্ট্রিজ। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ২৫৬ দশমিক ৩৮ ডলার। এতে ব্যয় হবে ১০৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার টাকা।
১৪ কোটি পাঠ্যবই ছাপার প্রস্তাব অনুমোদন:
২০১৯ শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য ১৩ কোটি ৭৪ লাখ ৭০ হাজার পাঠ্যবই ছাপানো হবে। ১৮৮টি লটে দেশে এসব বই ছাপাতে সরকারের ব্যয় হবে ৪৩৩ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার টাকা।
পাম্প হাউজ নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন:
পাবনার সুজানগর উপজেলার গাজনা বিলের সংযোগ নদী খনন, সেচ সুবিধার উন্নয়ন এবং মৎস্য চাষ প্রকল্পের আওতায় তালিমনগর পাম্প হাউজ নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল পাম্প বাস্তবায়িত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২২ কোটি ৭৮ লাখ টাকা।
রাজধানীতে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাই:
ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য টিপসা স্পেন নামের একটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই প্রকল্পের জন্য ব্যয় হবে ২১৯ কোটি ৪৪ লাখ ৪১ হাজার টাকা।
চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স সংস্কার:
চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্সের লাইব্রেরি ভবন, অডিটোরিয়াম ভবন, পাবলিক প্লাজা, ফুড গার্ডেন, মিউজিয়াম, ক্যাফে ভবন, ব্যাক স্টেজ, উন্মুক্ত গ্যালারি ও মঞ্চ, ভূ-গর্ভস্থ জলাধার পাম্প হাউজ, গভীর নলকূপ স্থাপন ও লিফট সরবরাহের কাজ পেয়েছে জিকেবিপিএল ও এনডিই। এতে ব্যয় হবে ১৬৫ কোটি ৯০ লাখ টাকা।
অন্যদিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে গাবতলী-নবীনগর চার লেন মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে উন্নীতকরণ প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তাদের বিদেশে ইক্যুইটি ইনভেস্ট সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের খসড়া নীতিমালাটি আরও পর্যালোচনা করে বৈঠকে তোলার প্রস্তাব দিয়েছে।