বাড়ি পাচ্ছে সেই মা ও পথশিশুরা

গত শনিবার রাত থেকে কয়েকটি স্থির চিত্র ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছিল এক ছিন্নমূল নারী ফুটপাতে অসুস্থ হয়ে শুয়ে আছেন। আর তাঁর দুই শিশু সন্তানকে তাকে সুস্থ করার জন্য মাথায় পানি ঢালছে। শনিবার রাত আর রোববার সারাদিন এই ছবিগুলো দেশের সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছিল। কোথাকার ঘটনা, কেন এই অবস্থা কিংবা ওই নারীকে সহায়তার জন্য অনেকেই আগ্রহী হয়ে ওঠে।

জানা যায় ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন পারভেজ হাসান নামের এক তরুণ। এরপর সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে যেতে থাকে সেই ছবি ও ভিডিও। এরপর একদিন পর অর্থাৎ রোববার ওই নারীকে একটি হাসপাতালে ভর্তি করান পারভেজ ও তার বন্ধুরা।
জেলা প্রশাসক সুলতানা পারভীন ও দুই পথশিশু

সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বুধবার দুই পথশিশু ও অসুস্থ মায়ের খোঁজ নিতে ঢাকার কলাবাগানে ছুটে আসেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোসাম্মৎ সুলতানা পারভীন। পরে তিনি দুই শিশু ও মায়ের সব দায়িত্ব নেন।

এ ব্যাপারে সুলতানা পারভীন বলেন, এ অসহায় পরিবারকে আমি সব রকমের সহায়তা করব। তাদের থাকার জায়গা ও ঘর তোলার জন্য জেলা প্রশাসন থেকে টাকা দেয়া হবে। আজ তাদের কুড়িগ্রামে ফেরত পাঠানো হবে।

দুই শিশুর লেখাপড়ার দায়িত্ব আমি নিয়েছি। জেলা প্রশাসন থেকে তাদের সব রকমের সহায়তা করা হবে। ওই পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তাদের হালচাষের গরু দেয়া হবে। এমন অসহায় দুস্থদের জন্য সরকারের বিশেষ ব্যবস্থা রয়েছে। সেখান থেকেই সব ধরনের ব্যবস্থা করা হবে।