এর আগেও ২ টি নবজাতকের লাশ উদ্ধারে বিতর্কিত হয়েছিলো শেরপুরের শ্রীবরদী। এবার শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কের গেরামারা সেতুর নিচ থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ওই নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, সম্ভবত ভোরের দিকে কেউ ওই শিশু নবজাতকের লাশ ফেলে যায়। সকালে ছেড়া শপিং ব্যাগের ভেতর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।