চুয়াডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার- স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বাড়তি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।