শীতলক্ষ্যায় যাত্রীবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী ট্রলার ডুবে ৫ যাত্রীর নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল। রোববার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপার করতে গিয়ে ট্রলারটি ডুবে যায় বলে এলাকাবাসী জানিয়েছে। ট্রলার ডুবির ঘটনার পর পর নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও বন্দর ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রী ও দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে ৩০-৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট থেকে বন্দর মদনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রলরটি শীতলক্ষ্যা নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা বেশ কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। নিখোঁজের সঠিক সংখ্যা কেউ বলতে না পারলেও অনেকেই বলছেন ৫-৬ জন নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ মণ্ডল পাড়া ফায়ার সার্ভিসের কর্মী মো. মাসুদ রানা জানান, কতজন নিখোঁজ আছে সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তারপরও আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।