কিংবদন্তি চিত্রনায়ক ফারুক ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর আজীবন সন্মাননা পেয়েছেন। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৬’ প্রদান করেন।
নায়ক ফারুক পুরস্কার গ্রহণের পর তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘১৯৭৫ সালের পর থেকে ১৯বার আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ আমি বঙ্গবন্ধুর কথা বলি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, এটাই আমার দোষ। আমি বলেছিলাম, এটা যদি দোষ হয়, তবে এই দোষ আমি সারাজীবন করতে চাই। ’
মিয়া ভাই খ্যাত এই নায়ক বলেন, ‘আজীবন সম্মাননা এমনিতেই পাওয়া যায় না। এই সম্মান পাবার জন্য অনেক কষ্ট করতে হয়। এই সম্মান আমার একার নয়। এই সম্মান আপনাদের সবার। এই সম্মান সবাইকে উৎসর্গ করলাম।’
ফারুক আরও বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ। আপনারা বঙ্গবন্ধুর চোখের দিকে তাকাবেন। বঙ্গবন্ধুর ওই চোখ বলে, তোরাই তো এই বাংলাকে সোনার বাংলা বানাবি। বঙ্গবন্ধুর চোখ বলে, এই দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বঙ্গবন্ধুর ওই চোখ বলে, মনে রাখবা এই দেশের মাটিকে ভালোবাসতে হবে।’
নায়ক ফারুক বলেন, ‘আমার কেন জানি মনে হয়, বঙ্গবন্ধুর ওই চোখ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর চোখে বসে গেছে। কেউ এখন আর ফাঁকি দিতে পারবেন না। আমরা চাই সেবক, আমরা শেখ হাসিনাকে বারবার দেখতে চাই। কারণ আমরা শিল্পীরা ভালোবাসা চাই, ভালোবাসা পাই। ’