সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক মামলার আসামি ও এক জামায়াত কর্মীসহ ৪৭জনকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪, কলারোয়া থানা থেকে ৮, তালা থানা থেকে ৩, কালিগঞ্জ থানা থেকে ৬, শ্যামনগর থানা থেকে ৬, আশাশুনি থানা থেকে ৭, দেবহাটা থানা থেকে ১ ও পাটকেলঘাটা থানা থেকে ২জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।