গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। রবিবার রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাতে মেম্বারবাড়ি এলাকায় একটি ট্রাক টার্নিং নিচ্ছিল। এ সময় ওই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দু’জন।
এতে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।