ময়মনসিংহ-জামালপুর রেলরুটে ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ রেলস্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেল ক্রসিংয়ে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ওই লোকাল ট্রেনটি লাইনচ্যুত হওয়ার আগে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ রেলওয়ে জিআরপি ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিং পার হওয়ার সময় সামনে দিয়ে যাওয়া একটি মোটরবাইককে চাপা দেয়। এ সময় চালক মোটরবাইক রেখে সটকে পরে। ট্রেনের লাইনের সঙ্গে মোটরবাইক চাপা খেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়, তবে ট্রেন-বগি লাইনচ্যুত হয়নি।