কিছুক্ষণ পর পর নিজেই নিজের চুলগুলো ধরে টানে নুর

কোটা আন্দোলনের নেতা নুরুল ইসলাম নুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে আহত কোটা আন্দোলনের নেতা নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়েছে। হাতের পাশাপাশি মেরুদণ্ড, কিডনি এমনকি মস্তিস্কে কিছু অস্বাভাবিকতা দেখা গেছে। গত ৩০ জুন হামলায় আহত হন নুর। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয় নুরকে। কিন্তু দুই দিনের মাথায় তাকে ওই হাসপাতাল ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠে।

কোটা আন্দোলনের নেতার এই স্বজন বলেন, ‘শনিবার (৭ জুলাই) মাথার এমআরআই করতে বলেছে ডাক্তাররা। তবে টাকা তো লাগবে। যেভাবে ওষুধের পেছনে টাকা যাচ্ছে, এখন পর্যন্ত লাখ ছাড়িয়েছে, যা সামাল দেওয়া খুবই সমস্যা। বিশেষ করে মেরুদণ্ড, হাতের হাড় এবং কিডনির চিকিৎসা তো ব্যয়বহুল। ওর শরীরে এখন বড় বড় রোগ দেখা দিলেও চিকিৎসা করানোর মত টাকা আমাদের নেই।’

“কিছুক্ষণ পর পর নিজেই নিজের চুলগুলো ধরে টানে। আর বিড়বিড় করে বলে, ‘আমার মাথা, আমার মাথা’। বিড়বিড় করে কথা বলার কারণে কী বোঝাতে চাই সেটা বুঝতে পারছি না। এটা নতুন করে সমস্যা দেখা দিয়েছে। আর ডাক্তাররা কম কথা বলতে বলেছে, যেটুকু বলা জরুরি সেটা ছাড়া।’