প্রতিদিনই দুর্ঘটনায় ঝড়ে যাচ্ছে আমাদের নতুন সম্ভাবনাময় ভবিষ্যৎ । আমাদের নেই পরিকল্পিত রোডের ব্যাবস্থা । আছে শুধু প্রাণ কেড়ে নেয়ে আয্রাইল রোড ! বলা হয় শিশুরাই দেশের আগামী ভবিষ্যৎ,
কিন্তু অপরিকল্পিত রোড ঘাট ব্যাবস্থা আমাদের সেই শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিদিন। বুধবার (০৪ জুলাই) বিকেলে সীতাকুণ্ডের বাসস্টেশন এলাকায় পিক-আপের ধাক্কায় আব্দুল আল আজিজ (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সীতাকুণ্ড থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উল আলম বলেন, নানী নুর জাহানকে সঙ্গে নিয়ে নানার বাড়ি থেকে লেগুনা যোগে নিজ বাড়িতে ফিরছিলো আজিজ নামে এক শিশু।
বাসস্টেশন এলাকায় লেগুনা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় প্রাণ হারায় শিশুটি।তিনি বলেন, আজিজের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক ফারককে (২২) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।