দামুড়হুদায় ৯টি সোনার বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৮১৫ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক সোনার মূল্য ৩৫ লাখ টাকা।

আজ সোমবার ভোরে উপজেলার লোকনাথপুর তেলের পাম্পের কাছ থেকে এসব সোনার বারসহ ইদ্রিস আলীকে আটক করা হয়। আটকের পর আজ সোমবার সকাল ৯টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিজিবি।

আটক ইদ্রিস আলী যশোর বেনাপোলের খলসি গ্রামের মৃত সুরত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে লোকনাথপুর তেলের পাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সন্দেহভাজন ইদ্রিস আলীকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের বেল্টের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।