পূর্বধলায় বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার নমিতা দের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কুলসুমা আক্তার (১৭) নামের এক কিশোরী। সে উপজেলার বিন্না গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

জানা গেছে, উপজেলা সদরের ছোছাউড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে দৌলত মিয়ার (২৪) সঙ্গে কুলসুমাকে বিয়ে দেয়ার জন্য শুক্রবার দিন তারিখ ঠিক করা হয়।ধুমধামের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। কিন্তু বাধ সাধেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে।

খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পূর্বধলা থানার ওসি মো. বিল্লাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে দেন। এ সময় বর ও কনের বাবার কাছ থেকে মেয়েকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা নেন।